১৭ বছর ঘসেটি বেগমের দখলে ছিল বাংলাদেশ: এমরান চৌধুরী

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫
১৭ বছর ঘসেটি বেগমের দখলে ছিল বাংলাদেশ: এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিগত ১৭ বছর ঘসেটি বেগমের দখলে ছিল বাংলাদেশ । টানা কয়েকবার প্রহসনের রাতের আধারে ভোটারবিহীন নির্বাচন করে মন্ত্রী এমপি বনে দেশের কোটি কোটি টাকা লুটপাট করেছে। বিদেশে টাকা পাচার করে গাড়ি বাড়ী করে এখন রাজকীয় জীবনযাপন করছে। মানুষের কথা বলার অধিকার ছিল না। যারা তার বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছে। খুন করা হয়েছে দেশের বড় বড় রাজনীতিবিদদের। ফ্যাসিস্টদের অত্যাচারে এদেশের ১৮ কোটি মানুষ শান্তিতে ছিল না।

তিনি শনিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলাম গেদাই’।

সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামালের পরিচালনায় এতে বক্তব্য রাখেন -সিলেট জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, জাতীয়তাবাদী প্রচারদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল সাবু, যুগ্ম সম্পাদক সম্পাদক এসএ রিপন, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক বাদল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ডা. দেলোয়ার হোসেন শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব আহমদ, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক বাছিতুর রহমান, জেলা শ্রমিকদল নেতা শাহেল আহমদ ও যুক্তরাষ্ট্র বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জাবেদ হোসাইন প্রমুখ।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930