জৈন্তাপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫
জৈন্তাপুরে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত টু কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে সর্বস্তরের জনগণের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৫ টায় দরবস্ত ত্রিমুখি পয়েন্টে দরবস্ত ইউপি সদস্য মুসলিম আলীর সভাপতিত্বে ও জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল ও এম আর রাহিনের যৌথ সঞ্চালনায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য জেলা জামাতের সেক্রেটারি’ সিলেট-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, ‘এ সড়কটি শুধু দরবস্ত নয়, কানাইঘাট ও জৈন্তাপুরের লাখো মানুষের দৈনন্দিন যাতায়াতের একমাত্র ভরসা। বছরের পর বছর অবহেলায় পড়ে থাকার কারণে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রোগী পরিবহন, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত, কৃষিপণ্য বাজারজাতকরণ,সবক্ষেত্রেই মানুষ আজ সীমাহীন দুর্ভোগে পড়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এ সড়ক সংস্কারের বিষয়টি আমি সংশ্লিষ্ট দপ্তরে জোরালোভাবে তুলে ধরব এবং জনগণের আন্দোলনের সঙ্গে সর্বাত্মকভাবে থাকব। আর যদি শীঘ্রই এই সড়কটি সংস্কার না হয় আমার দুই উপজেলাবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের ডাক দিব।

এসয়মে প্রধান বক্তার বক্তব্যে ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এ সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বর্ষাকালে খানাখন্দে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। অবিলম্বে সংস্কারের ব্যবস্থা নিতে হবে, অন্যথায় জনস্বার্থে আরও বৃহত্তর কর্মসূচি দিতে আমরা বাধ্য হব।’

এসময়ে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলাম, জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ, সাবেক ইউপি সদস্য মঈনুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য আব্দুর রাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, যুবদল নেতা নুরুল হক ও শামীম আহমদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন, মাওলানা কামাল উদ্দিন ও রিয়াজ উদ্দিন প্রমুখ।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930