বিএনপি এখন জনগণের দল : এমরান চৌধুরী

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫
বিএনপি এখন জনগণের দল : এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণমানুষের দল বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। বিএনপি’র প্রতি মানুষের ভালবাসা আছে। মানুষের কল্যাণে রাজনীতি করে বলেই বিএনপি এখন জনগনের দলে পরিণত হয়েছে। তিনি বলেন আমি এই আসনে জনগণের সেবা করতে এমপি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আমি আশাবাদী দল আমার কাজের মুল্যায়ন করবে।

এমরান চৌধুরী বলেন, আমি মীরগঞ্জ ও শরীফগঞ্জে কুশিয়ারা নদীতে ফেরি চালু করার প্রচেষ্টা চালিয়ে যাবো যাতে এই এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসে। সুরমা নদীর উপর ব্রীজ নির্মানের জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে।
এমরান চৌধুরী বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার মানুষ বিগত ১৭ বছর সব ধরণের উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। উন্নয়নের নামে এই অঞ্চলের মানুষের সাথে নির্মম তামাশা করা হয়েছে। উন্নয়নের নামে ক্ষমতাসীন লুটেরা গোষ্ঠী লুটপাটের মহোৎসবে মেতে উঠেছিল। কিন্ত মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে তারা বেশিদিন টিকতে পারেনি। এদেশের ছাত্র জনতা তাদের ঠিকই তাড়িয়ে দিয়েছে।

তিনি শনিবার গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের খাটকাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের আয়োজনে বিনামূল্যে মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলাম গেদাই’র সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমান রিপনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের এমডি মো. জেড রহমান জুনু।
কোরআন তেলাওয়াত করেন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মিজু আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি’র সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, জাতীয়তাবাদী প্রচারদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকবর হোসেন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল জলিল সাবু, যুগ্ম সম্পাদক সম্পাদক এস এ রিপন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক বাদল আহমদ, শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক ডা. দেলোয়ার হোসেন শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিব আহমদ, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক বাছিতুর রহমান, জেলা শ্রমিকদল নেতা শাহেল আহমদ, যুক্তরাষ্ট্র বিএনপি’র ক্রীড়া বিষয়ক সম্পাদক জাবেদ হোসাইন, উপজেলা ছাত্রদলের সাবেক নেতা শাহিনুর রাজা, উপজেলা যুবদলের সদস্য ডালিম আহমদ, মিজানুর রহমান রনি, মো. ইমদাদুল হক জগলু, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা জয়নাল আহমদ, ইউনিয়ন যুবদল নেতা সাদিক আহমদ, জাবের আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুহেল আহমদ, সহসভাপতি নাইম আহমদ, সহসাধারণ সম্পাদক আব্দুল জব্বার ও স্বেচ্ছাসেবকদল নেতা মনসুর মিয়া প্রমুখ।

আয়োজিত বিনামূল্যে মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতা করেন সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাড. এমরান আহমদ চৌধুরী। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা বিনামূল্যে মেডিকেল ও রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পে কয়েক শতাধিক মানুষ রক্তের গ্রুপ ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।

এদিকে ঐদিন বিকেলে তিনি শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। দিনভর অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930