শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৫
শান্তিগঞ্জে জন্মাষ্টমী উদযাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালি

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও র‍্যালির আয়োজন করা হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রা ও র‍্যালীর আয়োজন করা হয়।

শান্তিগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী রামকৃষ্ণ জিউর আখড়া মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে দেববাড়ি মোড়ের শ্মশান পর্যন্ত যায়। পরে পুনরায় আখড়া মন্দিরে গিয়ে শোভাযাত্রা ও র‍্যালির সমাপ্তি ঘটে।

শোভাযাত্রায় নানা বয়সী ভক্তরা অংশ নেন। শঙ্খধ্বনি বাজিয়ে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের মহিমা গীত করে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রনধীর মজুমদার, সাধারণ সম্পাদক রঞ্জিত সূত্রধর।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- ঝন্টু তালুকদার, অনিল দাশ, ললিত মোহন দাশ, রনসিন্ধু তালুকদার, পিযুশ দেব, বীরদাশ, বিজয় কৃষ্ণ দাশ, গৌরাঙ্গ দাশ, সূধা রঞ্জন মজুমদার, কেশব দেব, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, কালি দে, রজত দেব নাথ, বিপুল সূত্রধর, নিশি সূত্রধর, জয় চক্রবর্ত্তী, রিংকু দেব, রজত মজুমদার, নকুল দাশ, সত্য সূত্রধর, সঞ্জিত চক্রবর্ত্তী, বকুল দাশ, অমরিকা পাল, অমরিকা সূত্রধর, অনন্ত সূত্রধর, কল্লোল ভট্টাচার্য, মৃদুল দাশ, অসিত সূত্রধর প্রমূখ।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930