স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকা নিহত

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে স্কুল শিক্ষিকা নিহত

কুলাউড়া প্রতি

মৌলভীবাজারের কুলাউড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে এক স্কুলশিক্ষিকা মারা গেছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত মোছাম্মৎ হোছনা বেগম (৩৫) উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং কুলাউড়া পৌরসভার ৯ নং ওয়ার্ড জগন্নাথপুর গ্রামের বাসিন্দা।

বুধবার (১৩ আগস্ট) বেলা ২টায় নিহতের জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, মঙ্গলবার সকালে প্রতিদিনের ন্যায় তার স্বামী উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রুহুল আমিনের মোটরসাইকেলে করে নিজ কর্মস্থল একিদত্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন শিক্ষিকা মোছাম্মৎ হোছনা বেগম। রাউৎগাও ইউনিয়নের মুকুন্দপুর এলাকায় পৌছার পর তিনি মোটরসাইকেলের চাকায় ওড়না পেছিয়ে যায়। এসময় শিক্ষিকা মোটরসাইকেল থেকে পিচঢালা রাস্তায় পড়ে গুরুতর আহত হন।

পরে দ্রুত তাকে প্রথমে কুলাউড়া হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তিনি মারা যান। বুধবার বেলা ২টায় নিহত শিক্ষিকার জানাজা শেষে তাদের পারিবারিক গোনস্থানে দাফন করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, আমাদেরকে পরিবারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031