শান্তিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ১৪, ২০২৫
শান্তিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ নানা আয়োজনে পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ হল রুমে যুব র‌্যালি শেষে আলোচনা সভা, সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান এবং ঋণ বিতরণ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস এর সভাপতিত্বে, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোঃ মাসুদ সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

এ সময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. আনসার উদ্দিন,
উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুহুল আমিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো: শহীদুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে নির্বাচিত সফল যুব আত্মকর্মী হিসেবে মোহাম্মদ জাকওয়ান আহমদ ও যুব সংগঠক হিসাবে নাজিম উদ্দিনকে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।
দিনব্যাপী কর্মসূচিতে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা নীতিশ বর্মণ, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মুজাম্মিল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ সুলাইমান আহমদ কামরান সহ স্থানীয় জনপ্রতিনিধি, সফল যুব উদ্যোক্তা, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031