শাবিপ্রবিতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ১১, ২০২৫
শাবিপ্রবিতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

শাবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্ব আদিবাসী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ইন্ডিজেনাস স্টুডেন্টস’ এর উদ্যোগে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. জায়েদা শারমিন এবং লেকচারার এলোরে চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, “যারা আদিবাসী শিক্ষার্থী হিসেবে এখানে ভর্তি হয়েছ, সবাই মিলেমিশে চলবে। বড় ভাইদের সহযোগিতা নেবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং কোনো সময় হতাশ হবে না।”

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, “এখানে আসতে পেরে আমি আনন্দিত। এই ভূখণ্ডে আমাদের সবার সমান অধিকার থাকবে। আমরা কেউ কাউকে ছোট করব না, বরং জাতির উন্নয়নে একত্রিত থাকব।”

কোষাধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই আয়োজন থেকে আমরা দাবি জানাই—আদিবাসীরা যেন যথাযথ অধিকার পান এবং তাদের পরিচয় সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরাম (সিলেট) এর সভাপতি ও পাস্কপ-এর নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র এবং সহ বক্তা হিসেবে ছিলেন ধরণী রাখায় আমরা, সিলেটের সচিব আবদুল করিম কিম।

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031