সিলেটে ডাকাতি মামলা গ্রেপ্তার হওয়া মাহফুজকে বহিস্কার বিএনপির

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ১১, ২০২৫
সিলেটে ডাকাতি মামলা গ্রেপ্তার হওয়া মাহফুজকে বহিস্কার বিএনপির

নিজস্ব প্রতিবেদক:

সিলেটে ডাকাতি মামলায় গ্রেপ্তারের পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমানকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাহফুজুর রহমানকে দল ও সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশে জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বহিষ্কারের পাশাপাশি বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন বলেন, সম্প্রতি সিলেটে ডাকাতির ঘটনায় মাহফুজুর রহমানের বিরুদ্ধে মামলা হয় এবং বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আসার পর তাকে বহিষ্কার করা হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২৭ জুলাই সিলেট এয়ারপোর্ট রোড এলাকায় ডাকাতির অভিযোগে স্থানীয়রা পিটিয়ে মাহফুজুর রহমানকে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনায় বিদ্যুৎ কুমার তালুকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

মাহফুজুর রহমান পাকুন্দিয়া পৌর সদরের বড়বাড়ি এলাকার বাসিন্দা ও বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য।

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031