চোরাকারবারী ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ১১, ২০২৫
চোরাকারবারী ধরতে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

সিলেটের গোয়াইনঘাটে ভারত থেকে আসা চোরাই পণ্য ও চোরাকারবারীদের ধরতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজ হওয়া বিজিবির সিপাহী মাসুম বিল্ল্যাহ’র মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ২৪ ঘন্টা পর রোববার বিকেল ৫টার দেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান বিজিবি’র ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি জানান,ফিায়ার সার্ভিস, বিজিবি ও স্থানীয় লোকজনওেযৗথভাবে গতকাল থেকে মাসুম বিল্ল্যাহর খোঁজে অভিযানে নামে। প্রায় ২৪ ঘন্টা পর নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এরআগে শনিবার (৯ আগস্ট) বিকেল ৫ টার দিকে সদর ইউনিয়নের আমবাড়ি এলাকায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনি নিখোঁজ হন। তিনি সোনার হাট ক্যাম্পের এক বিজিবি সদস্য হন।

জানা যায়, শনিবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার সদর ও পশ্চিম জাফলং দিয়ে বয়ে যাওয়া পন্নগ্রাম ও আমবাড়ীর মধ্যবর্তী স্থানে নৌকাযোগে টহল দিচ্ছিলেন দুইজন বিজিবি সদস্য। টহলকালে ভারতীয় পণ্যবাহী একটি নৌকা ওই নৌপথ দিয়ে যাওয়ার সময় তারা থামানোর চেষ্টা করেন। এসময় চোরাই পণ্যবাহী নৌকার ধাক্কায় উভয় নৌকাই পানিতে ডুবে যায়।

নৌকায় থাকা অপর বিজিবি সদস্য ও মাঝি সাঁতরে কিনারে উঠলেও উঠতে পারেননি সিপাহী মাসুম বিল্ল্যাহ। সাথে সাথে আশপাশের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও থাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031