হবিগঞ্জে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্ধ

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫
হবিগঞ্জে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্ধ

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের বিভিন্ন সীমান্তে ৫৫-বিজিবির পৃথক পৃথক অভিযানে মাদকসহ প্রায় ১০ লাখ ১৩ হাজার টাকার চোরাইপণ্য জব্দ করা হয়েছে। এই অভিযানে ভারতীয় গাঁজা, বিদেশি মদ, গরু, চাউল, ফুসকা এবং বাংলাদেশি মশার কয়েল উদ্ধার করা হয়।

জানা যায়, গত ৪৮ ঘণ্টায় মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও রাজেন্দ্রপুর, চুনারুঘাট উপজেলার দুধপাতিল ও গুইবিল এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ও কাকমাছড়া বিওপির আওতাধীন এলাকায় মোট ১১টি অভিযান পরিচালিত হয়। এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ চোরাইপণ্য উদ্ধার করা হয়েছে। অভিযান পরিচালনা করে ৫৫ বিজিবির বিভিন্ন টহল দল। পণ্যগুলোর মধ্যে ভারতীয় গাঁজা ও মদ ছাড়াও গরু, চাউল, ফুসকা এবং মশার কয়েল রয়েছে, যা সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করানো হচ্ছিল।

৫৫-বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, ‘বিজিবি মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।’ তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকায় অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বিজিবি’র নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।’

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031