কীন ব্রিজে যুবক খুন: গ্রেফতার ১

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ৮, ২০২৫
কীন ব্রিজে যুবক খুন: গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর ক্বীন ব্রিজ এলাকায় ছুরিকাঘাতে ডালিম আহমদ (৩৫) খুন হন। এই ঘটনায় নাঈম আহমেদ রজব (১৯) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক নাঈম সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মো. মনাফ মিয়ার ছেলে।

নিহত যুবকের নাম ডালিম (৩৫)। তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্বীন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরের ক্বীন ব্রিজের নিচে, আলী আমজদের ঘড়ির পাশেই ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ডালিম ও আটক রজব দুজনই ছিনতাইকারী চক্রের সদস্য। ছিনতাইয়ের টাকা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আটক কিশোরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সংশ্লিষ্টতা নিশ্চিত হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার সময় ডালিম ও হামলাকারী একত্রে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ হামলাকারী ছুরি বের করে ডালিমকে আঘাত করে। এরপর সে হাতে ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। তার হাতে অস্ত্র থাকায় উপস্থিত কেউ সাহস করে এগিয়ে আসতে পারেননি। বেশ কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এর আগে স্থানীয়রা আহত ডালিমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ডালিম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031