সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে সহযোগিতা করতে চায় ইকো সলিউশন

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫
সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে সহযোগিতা করতে চায় ইকো সলিউশন

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে লক্ষে্ সম্ভাব্যতা যাচাইয়ে কাজ করবে লন্ডনভিত্তিক বেসরকারি সংস্থা ‘ইকো সলিউশন’।পরিচ্ছন্ন সিলেট নগরী গড়তে সংস্থাটির উদ্যোগে জনসচেতনতা তৈরি, বর্জ্য সংগ্রহে আধুনিক পদ্ধতি সংযোজন এবং বর্জ্য থেকে বিদ্যুত উৎপাদন- এই তিন মূল বিষয়কে সামনে রেখে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য বুধবার সিলেট সিটি কর্পোরেশন ও ইকো সলিউশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।সম্ভাব্যতা যাচাইয়ে সিটি কর্পোরেশন তথ্যপ্রদান সহ প্রয়োজনীয় সহযোগিতা করবে। তবে কোনো আর্থিক সংশ্লিষ্টতা থাকবে না।
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবীর উপস্থিতিতে সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার ও ইকো সলিউশনের পক্ষে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক অনুযায়ী ইকো সলিউশন সিলেট নগরীতে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করবে। ২০২৬ সালের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রদান করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ একলিম আবদীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, যুক্তরাজ্য প্রবাসী মো. সাঈদ আল মোমিন মিশু, সিনিয়র সাংবাদিক মো. মঈন উদ্দিন মন্জু, মিসবাহ উদ্দিন আহমদ ও হাসান মোহাম্মদ শামীম, মো. হাবিবুর রহমান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031