বাহাদুরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ৬, ২০২৫
বাহাদুরপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি:

সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের বাহাদুর পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সুনামগঞ্জ থেকে একটি সিএনজি শান্তিগঞ্জের উদ্দেশে রওনা দেয়। এসময় বিপরীতমুখী সিলেট থেকে আসা দ্রুতগামী একটি বাসের সঙ্গে বাহাদুর পুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন।

পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ২ জনের মরদেহ উদ্ধার করে এবং বাকি ৩ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

সুনামগঞ্জ থানার এসআই আনিস বলেন, ‘বাস-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তবে এখন ঘটনাস্থলে আছি বিস্তারিত পরে জানানো হবে।’

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031