কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ
জুলাই গণঅভ্যুত্থান দিবস ও স্বৈরাচার পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র্যালী ও সমাবেশ করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল ৫টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে অনুষ্ঠিত বিজয় র্যালীর নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন।
পাগলা বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে র্যালীটি বের হয়ে বাজারে প্রধান গলি ও সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে পাগলা বাজার বাসস্ট্যান্ডে এক সমাবেশে এসে মিলিত হয়।
শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আনছার উদ্দিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘গত বছরের ৫ই আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত স্বৈরশাসক ফ্যাসিস্ট হাসিনা ও তার সরকারের সব মন্ত্রী-এমপি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। হাসিনার পতনের আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি।’
তিনি বলেন, ‘স্বৈরাচার হাসিনা জিয়া পরিবারকে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস করতে নানা রকমের ষড়যন্ত্র করেছে। কিন্তু দীর্ঘ ১৬ বছর আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। কিন্তু আমরা লক্ষ্য করছি নির্বাচন বিলম্বিত করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি অতি দ্রুত একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা হলে বিএনপি আবারও রাস্তায় নেমে আসবে।’
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মহির উদ্দিন, পূর্ব পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবাদুর রহমান, দরগাপাশা ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আব্দুল হান্নান, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ জায়গীরদার, পাথরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিরাজুল আলম, শিমুলবাক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আরজু মিয়া, জয়কলস ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হোসাইন মিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শায়েখুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক শ্যামল আহমদ।
আরোও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাজি কমর উদ্দিন, আব্দুল লতিফ, আবুল লেইছ, তোফায়েল আহমদ, আব্দুস সালাম, মইনুল আহমেদ। ইউনিয়ন বিএনপি নেতা রুয়েল আহমদ, দুলেন মিয়া, ফারুক মিয়া, শফিক উদ্দিন, দিলদার চৌধুরী, ইমরুল কয়েছ, শহিদুল হক, গুলজার আহমদ, যুবদল নেতা তুরান খাঁন, ছালিক আহমদ, শিব্বির আহমদ,সোহেল আহমদ, মুহিবুর রহমান মানিক, পাশা মিয়া, রুবেল আহমদ, মতিউর, মনসুর আলম, রায়হান মিয়া।
উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ফরমান উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল পারভেজ সাজন, মাসুম মিয়া, নাসির মিয়া, উপজেলা কৃষকদল নেতা মাহবুব ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ওবায়দুল করিম মাসুম, সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান, যুগ্ম আহ্বায়ক তানজিব তালুকদার, আবু তাহের ইমন প্রমূখ।