শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫
শান্তিগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ

‘জুলাই চেতনাই আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় শান্তিগঞ্জ উপজেলায়ও পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ ও আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ বাজার এলাকা ঘুরে পুণরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শোভাযাত্রাটি শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি ও পরিচালনা করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

সভার পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইসলামিক ফাউন্ডেশনের এমসি মাওলানা মো. মিজানুর রহমান ও গীতা পাঠ করেন তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধরাঞ্জন মজুমদার। এরপর জুলাই আন্দোলনের দুঃসহ স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে আমন্ত্রিত ১১ জন জুলাই যোদ্ধা। প্রবাসে জুলাই আন্দোলনে যুক্ত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আলী আহমদ দুলাল জানিয়েছেন তার আন্দোলনে সম্পৃক্ত হওয়া, যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও দেশে ফিরে আসার করুণ কাহিনী। জানিয়েছেন, কেমন বাংলাদেশ চান তারা।

আলোচনা সভায় বক্তব্য রেখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এড. ইয়াছিন খান, শান্তিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর হাফিজ আবু খালেদ, শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইকবাল হাসান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ হাসান, কৃষি কর্মকর্তা আহসান হাবীব, একাডেমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, বাংলাদেশ খেলাফত মজলিস শান্তিগঞ্জ উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাও. ছমির উদ্দিন সালেহ্, জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক (ওবায়দুল্লাহ্ ফারুক গ্রুপ) মাও. আবদুল হাই, জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক (মুফতি ওয়াক্কাস গ্রুপ) এম আবদুল হাফিজ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ইয়াকুব শাহরিয়ার ও সদস্য নোহান আরেফিন নেওয়াজ সহ প্রমূখ। পরে উপস্থিত জুলাই যোদ্ধাদের হাতে নগদ অর্থ তুলে দেন অতিথিরা। এসময় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031