সিলেট সীমান্তে চোরাচালানের ২ কোটি টাকার পণ্য জব্দ

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫
সিলেট সীমান্তে চোরাচালানের ২ কোটি টাকার পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক:

সিলেট সীমান্তে আবারও বড় ধরনের চোরাচালান রোধ করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (৫ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সীমান্তবর্তী অঞ্চল—সংগ্রাম, তামাবিল, বিছনাকান্দি, প্রতাপপুর ও বাংলাবাজার বিওপিতে অভিযান চালানো হয়।

অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, মহিষ, সুপারি, মেডিসিন, থান কাপড় এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে শিং মাছ জব্দ করে বিজিবি। এসব চোরাচালানি পণ্যের মোট বাজারমূল্য প্রায় ১ কোটি ৮৯ লাখ ৫৬ হাজার ৯৫০ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, “সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান দমনে উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এই সফল অভিযান পরিচালিত হয়েছে।”

জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031