কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেছেনে এজন শিক্ষার্থী ভালো ফলাফল করেছে, তাকে সরকার, তাকে সমাজ, তাকে তার পারিপার্ষিক পরিবেশ সম্মান জানাচ্ছে। এটা নি:সন্দেহ অন্য ভালো কাজ করার আগ্রহটাকে আরও অনেক বেশী বাড়িয়ে দেয়। তিনি আরও বলেন ভালো ফলাফল করেছ এই অর্থ এই নয়, তুমি তোমার জীবনের সর্বোচ্চ জিনিষটা পেয়ে গেছো, সেটা কিন্তু তা নয়। জীবনটা কিছুক্ষেত্রে অনেকটা ছোট, আবার কিছুক্ষেত্রে অনেক বড়। তিনি আরও বলেন সাফল্য এবং ব্যর্থতা জীবনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তোমাকে আলো এবং অন্ধকারের মতই ক্রমাগতভাবে পবিবর্তিত হবে। অন্ধকারের পর যেভাবে আলো আসবে, আলোর পর যেভাবে অন্ধকার আসবে। ঠিক এরকমভাবে যারা আজকে ভালো করতে পারে নাই, তারাও সামনে ভালো করার সুযোগ রয়েছে। সোমবার বিকাল ৩ টায় শান্তিগঞ্জ উপজেলার ঝিলমিল অডিটোরিয়ামে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা বলেন তিনি।
পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরে আলম সিদ্দীকির পরিচালনায় পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশিক্ষণ সমন্বয়ক সারাওয়ার জাহান খান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম ভুইয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সংবাদকর্মী আবু সাঈদ, অভিভাবক মাওলানা মামুনুর রশীদ, শিক্ষার্থী মো. আতিকুর রহমান রাহিমূল প্রমূখ। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন অতিথি বৃন্দ।