হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষে সংঘর্ষে আহত ৫০

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ৪, ২০২৫
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষে সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুুনিক হাসপাতাল ও বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় প্রায় দুই ঘন্টাব্যাপি এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিকেলে উপজেলার স্নানঘাট ইউনিয়ন পরিষদ মাঠে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন এলাকাবাসী। খেলা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ইউপি মেম্বার তাহির মিয়া ও সাবেক মেম্বার চান মিয়ার লোকজনের মধ্যে বাগবিতÐা হয়। এর জের ধরে দু’পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

দুই ঘন্টা ব্যাপী সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, বর্তমান ও সাবেক মেম্বারের লোকজনের মধ্যে সংঘর্ষেও ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ওসি বলেন, অভিযোগের প্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031