ব্যবসায়ীর বাড়িতে চুরি, যুবক গ্রেফতার

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ৪, ২০২৫
ব্যবসায়ীর বাড়িতে  চুরি, যুবক গ্রেফতার

বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত শরীফ আহমেদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের সহায়তায় বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার এবং চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত শরীফ সিলেটের বিয়ানীবাজার উপজেলার (বৈরাগীবাজার) খাশিবরন হাতির টিলা এলাকার লিটন মিয়ার ছেলে। বর্তমানে সে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় বসবাস করছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই বড়লেখা পৌরসভার তেলীগুল এলাকার ব্যবসায়ী শামীম আহমদের ছেলে কানাডা প্রবাসী সাকিব আহমদের বৌভাত অনুষ্ঠানে পরিবারের সবাই স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে যান। ওই সময় দোতলা বাড়ির প্রতিটি কক্ষে তালা দেওয়া ছিল। এই সুযোগে চোরের দল ঘরে ঢুকে দুটি স্বর্ণের বালা, একটি জোড়া কানের দুল, দুটি স্বর্ণের চেইন, একটি ব্রেসলেট, নগদ এক লাখ ৪৫ হাজার টাকা ও ৫০০ মার্কিন ডলারসহ প্রায় ৯ লাখ টাকার মালামাল চুরি করে নেয়। পরিবারের সদস্যরা দুপুর আড়াইটার দিকে বাসায় ফিরে পেছনের ফটক ও ঘরের দরজার তালা ভাঙা এবং ভেতরে তছনছ অবস্থায় দেখতে পান। এ ঘটনায় পরদিন ভুক্তভোগী ব্যবসায়ী শামীম আহমদ বড়লেখা থানায় মামলা করেন।

মামলার পর বড়লেখা থানার এসআই রতন কুমার হালদার, এসআই দেবল চন্দ্র সরকার ও এএসআই ফজলে আজিম সিসি ক্যামেরার ফুটেজ, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু করেন। এরপর পুলিশ শরীফের অবস্থান শনাক্ত করে। রোববার (৩ আগস্ট) রাতে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানা পুলিশের সহায়তায় বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সোমবার বিকেলে বলেন, গ্রেপ্তারকৃত শরীফের দেওয়া তথ্য অনুযায়ী চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং চুরি হওয়া টাকার মধ্যে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031