শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে থ্যালাসেমিয়া আক্রান্ত মহিলার সফল রক্ত সঞ্চালন

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ২, ২০২৫
শান্তিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে থ্যালাসেমিয়া আক্রান্ত মহিলার সফল রক্ত সঞ্চালন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা হাসপাতালে ১ম বারের মতো সফল ভাবে থ্যালাসেমিয়া আক্রান্ত একজন মহিলাকে রক্ত সঞ্চালন করা হয়েছে।

শনিবার (০২ আগস্ট) সকালে থ্যালাসেমিয়া আক্রান্ত একজন মহিলাকে স্বেচ্ছায় রক্তদান করেছেন পাগলা বাজার এলাকার শিক্ষার্থী নাইম হাসান। ডাক্তার, নার্স এবং প্যাথলজি বিভাগের সমন্বিত তত্ত্বাবধানে স্ক্রিনিং, ক্রস-ম্যাচিং, নিরাপদ সংগ্রহ, মনিটরিং সহ যাবতীয় রক্তের পরীক্ষাও এই হাসপাতালে করা হয়েছে।

থ্যালাসেমিয়া একটি জেনেটিক রক্তরোগ, যেখানে রোগীকে বেঁচে থাকার জন্য নিয়মিত রক্ত নিতে হয়। আগে এমন রোগীদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতাল বা সিলেট যেতে হতো রক্ত সংগ্রহের জন্য। তবে, গত ২৮ জুলাই থেকে শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত ভাবে রক্ত সঞ্চালন কার্যক্রম শুরু হওয়ায় এখন এসব সেবা স্থানীয়ভাবে পাওয়া যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবঃ) কামরুজ্জামান কামরুল, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ সহ প্রমূখ।

শান্তিগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সৈকত দাস জানান, এতোমধ্যে এই স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি সেবা চালু হয়েছে, এখানে সল্প মূল্যে আল্টাসনোগ্রাম, ইসিজি, আরবিএস, সিবিসি সহ বিভিন্ন পরীক্ষা নির্ভুল ভাবে করা হচ্ছে। এর পাশাপাশি বিনামূল্যে নরমাল ডেলিভারী ও নবজাতক শিশুর সকল চিকিৎসা করা হচ্ছে। প্রতিনিয়তই এই হাসপাতালে ২৪ ঘন্টা এনডোর ও আউটডোর সেবা চালু রয়েছে। এখন থেকে সম্পূর্ণ নতুন আরেকটি সেবা চালু হয়েছে যা এই হাওরঞ্চলের চিকিৎসা ব্যবস্থার নতুন দিগন্তের উন্মোচন হলো।

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031