চুনারুঘাটে মহাসড়কে ডাকাতি

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ২, ২০২৫
চুনারুঘাটে মহাসড়কে ডাকাতি

হবিগঞ্জ প্রতিনিধি

সিলেট-ঢাকা মহাসড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া সিলেটে-ঢাকা পুরাতন মহাসড়কের সুরমা চা বাগানের অংশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে- সুরমা চা বাগান এলাকার চুনারুঘাট থেকে মাধবপুরগামী দুটি ট্রাকের চালকের গতিরোধ করে বাটন ফোন ও হাত খরচের টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল।

এরপর আরও কয়েকটি যানবাহন সেখানে আটকা পড়ে। এসময় সেসব যানবাহনেও ডাকাতির চেষ্টা করা হলে যাত্রীদের মধ্য থেকে কেউ বিষয়টি চুনারুঘাট থানাকে অবগত করে।

তাৎক্ষণিক চুনারুঘাট থানা পুলিশ, মাধবপুর থানা ও তেলিয়াপাড়া ফাঁড়ি থেকে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে ডাকাত দল পালিয়ে যায়।

এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি বলেন- তারা সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা করেছিল।

পুলিশ ঘটনাস্থলে পৌছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ওসি বলেন- ঘটনাস্থল মাধবপুর থানাধীন। তারা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন।

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031