জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কের ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৮ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় সাতজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও দুর্ঘটনার পর দুইজন যাত্রী নিখোঁজ রয়েছেন।
দুর্ঘটনায় আহত বাকি ২১ জন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে জাফলং থেকে ছেড়ে আসা গেইটলক পরিবহনের একটি বাস (সিলেট মেট্রো-ব-১১-০০০৩) ৩২ জন যাত্রী নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল। রাত প্রায় ৭টা ৪০ মিনিটে ফেরিঘাট এলাকায় পৌঁছালে একই দিকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেন। তাদের সহায়তায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
স্থানীয় হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত সাতজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত বাসের দুইজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে। নিখোঁজদের সন্ধানে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ঘটনার পরপরই আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয় জনগণ ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা এখনো নিখোঁজ দুই যাত্রীর সন্ধানে কাজ করছি।