নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষিপাাশা ইউনিয়নের ঘাসিবর্নি এলাকার ভাঙাচুরা রাস্তা পরিদর্শণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
শুক্রবারে রাস্তা পরিদর্শণ ও ৩১ দফার লিফলেট বিতরণের সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা এ সময় এমরান চৌধুরীকে জানান, বছরের পর বছর কেটে গেছে কিন্তু তাদের এলাকার রাস্তাঘাট সংস্কারে কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে রাস্তাগুলো জনদুর্ভোগের কারণ হয়ে দাড়িয়েছে।
এমরান চৌধুরী উপস্থিত নেতৃবৃন্দকে বলেন, বিএনপি ক্ষমতায় জনদুর্ভোগ সৃষ্টিকারী রাস্তাগুলোর সংস্কার অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। পরে তিনি এলাকার মুরুব্বিদের সাথে কুশল বিনিময় করেন।