নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জালালাবাদ থানা এলাকায় এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। নিহত ওই যুবতীর নাম বেবি বেগম। তার বয়স ২২ বছর।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জালালাবাদ থানার ৮ নং কান্দিরগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সোনাতলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার হয়। তিনি ওই এলাকার কবির মিয়ার স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, গলায় ফাঁস লাগানো অবিস্থায় বেবির লাশ পাওয়া যায়। মরদেহ মযনাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।