জাফলংয়ে বালুবোঝাই ২০টি নৌকা ধ্বংস ও ৩৫ নৌকা ডুবিয়ে দিল ট্রাস্কফোর্স

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ১, ২০২৫
জাফলংয়ে বালুবোঝাই ২০টি নৌকা ধ্বংস ও ৩৫ নৌকা ডুবিয়ে দিল ট্রাস্কফোর্স

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।

অভিযানকালে বালু বোঝাই ৩৫টি নৌকা ডুবিয়ে দেওয়া হয়। এছাড়া ২০টি বালু বোঝাই নৌকা ধ্বংস এবং ৫টি ড্রেজার মেশিন নষ্ট করা হয়।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবীর হোসেন, সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম, থানার এসআই ওবায়দুল্লাহসহ পুলিশ ও বিজিবি সদস্যরা অভিযানে অংশ নেন।

অভিযান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক ভাবে অভিযান চালানো হয়েছে৷ অভিযানে ৩৫ টি নৌকা ডুবানো, ২০টি নৌকা ধ্বংস এবং ৫টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031