জাফলংয়ে খাসিয়াদের পানগাছ কর্তনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ১, ২০২৫
জাফলংয়ে খাসিয়াদের পানগাছ কর্তনকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামা পুঞ্জিতে খাসিয়াদের দুই হাজারের অধিক পান গাছ কর্তনের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আদিবাসী ছাত্র ও যুব সংগঠনসমূহ।

আদিবাসী অধিকার কর্মী হেলেনা তালাং সমাবেশে বলেন, যেসকল পান গাছ কর্তন করা হয়েছে সেগুলো কেবল খাসিদের একমাত্র জীবিকার অবলম্বন না, সেগুলো খাসিদের কাছে সন্তান সমতুল্য। যারা এই গাছগুলোকে কর্তন করেছে তারা তারা খাসিদের সন্তানদের হত্যা করেছে। আদিবাসীরা বনকে রক্ষা করতে যানে, কিন্তু রাষ্ট্র আদিবাসীদের রক্ষা করতে ব্যার্থ।

মানববন্ধনে খাসিয়া আদিবাসীদের পান গাছ কর্তনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফারহা তানজীম তিতিল বলেন, বাংলাদেশের ইতিহাসের অন্যান্য সররকারের সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোন তফাত দেখছিনা। রাষত্রব্যাবস্থার মধ্যে কোন ধরনের গুণগত মান পরিবর্তিত হয়নি। আদিবাসীদের প্রতি সব সরকারের আচরণ বিমাতাসুলভ।

বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ সাধারণ সম্পাদক ডা. গজেন্দ্রনাথ মাহাতো বলেন, বৈষম্য বিরোধের স্বপনকে সামনে নিয়ে যখন অন্তর্বতীকালীন সরকার গঠিত হল তখন আমরা মনে করেছিলাম, আমায়ের আদিবাসীদের সাথে দীর্ঘদিনের শোষণ বঞ্চনার অবসান ঘটবে। কিন্তু কদিন জেটেই দেখলাম দেশের আদিবাসী ও সংখ্যালঘুদের উপর পাহাড় এবং সমতলে নানা অত্যাচার মামলা হামলা করা হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে সেসব সমস্যা সমাধানে কোন কার্যকর উদ্যোগ গ্রহণ করতে দেখিনি।

বাংলাদেশ আদিবাসী ফোরামের ক্রীড়া শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক উজ্জ্বল আজিম বলেন, আদিবাসীরা আজ নিজ ভূমে পরবাসী। খাসিদের উচ্ছেদ করার ষড়যন্ত্র হিসেবেই বারবার খাসি আদিবাসীদের পান গাছ কর্তন করা হচ্ছে। রাষ্ট্র কর্তৃক কোন উন্নয়ন মানেই আদিবাসীদের ভূমি থেকে উচ্ছেদ কিংবা ভূমি দখলের পায়তারা। উন্নয়নের কোঁথা শুনলেই আদিবাসীরা এখন আতং আড় উৎকণ্ঠার সাথে উদ্বিগ্ন হয়ে উঠে। বর্তমান সরকার অন্যান্য সরকারের মতন আদিবাসীদের তোয়াক্কা করেনা বলেই আদিবাসীদের সমস্যা নিয়ে আলোচনায় এখন পর্যন্ত কোন ধরনের আন্তরিকতা প্রকাশ করেনি।

খাসিদের পান গাছ কর্তনে ক্ষোভ প্রকাশ করে রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে সমতল আদিবাসী অধিকার আন্দোলনের সদস্য সচিব রিপন বানাই বলেন, আদিবাসীদের উপর আড় কত নিপীড়ন হলে রাষ্ট্র থামবে? খাসি পুঞ্জিতে পান গাছ কর্তনসহ সারা দেশে আদিবাসীদের উপর নিপীড়নের ঘটনায় রাষ্ট্র নিরনব সমর্থন দিয়ে যাচ্ছে। যার কারণে যারা এসব দুর্বৃত্তায়নের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কোন উদাহারন দেখতে পাইনা। রাষ্ট্র বারবার আদিবাসীদের অধিকারকে উপেক্ষা করে চলেছে।

মানববন্ধনে বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি আন্তনী রেমার সভাপতিত্বে সঞ্চালনা করেন বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চংগা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুর্মী চাকমা, গারো স্টুডেন্ট ইউনিয়নের ঢাকা মহানগর শাখার সভাপতি মৃন্ময় চিরান, হাজং স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক অক্ষয় হাজং ও পিসিপি ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক হ্লামং চিং মারমা।

উল্লেখ্য, গত ২৮ জুলাই দিবাগত রাতে জাফলং এর লামা খাসি পুঞ্জির দুই হাজারের অধিক পান গাছ কর্তন করে দুর্বৃত্তরা। খাসিয়া জাতিগষ্ঠীর মানুষরা শুধুমাত্র পান চাষের উপর নির্ভরশীল। স্থানীয় খাসিয়ারা জানান পান গাছগুলোর বয়স পচিশ বছর ছিল। এ ঘটনায় সেখানে খাসিয়ারা উচ্ছেদ আতংকের মধ্যে দিনাতিপাত করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031