বোরহান উদ্দিন সড়ক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমরান চৌধুরী

সচিত্র সিলেট
প্রকাশিত আগস্ট ১, ২০২৫
বোরহান উদ্দিন সড়ক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন এমরান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক:

বোরহান উদ্দিন সড়ক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বৃহস্পতিবার রাতে বাঘা এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

সিলেট নগরীর উপশহরে এমরান আহমদ চৌধুরীর কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফারুক আল মাহমুদ। বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা সালেহ আহমদ গেদা, বাঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পারভেজ আহমদ প্রমুখ।

এমরান চৌধুরী বলেন, বোরহান উদ্দিন সড়কটি কানাইঘাট, গাছবাড়ি, পরগনা, বাঘাসহ ওই অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম। কিন্তু গত ১৬ বছর এই সড়কটিতে একটি ইটও ফেলা হয়নি। ফলে সড়কটি ভাঙ্গতে ভাঙ্গতে ভাগাড়ে পরিণত হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এলাকার মানুষের জন্যে চরম দুর্ভোগের নজির রেখে গেছে ওই রাস্তাটিকে। ওই এলাকায় গেলে সাধারণ মানুষ এ নিয়ে নানান অভিযোগ করে থাকেন। তিনি বলেন, এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে আমরা সতর্ক আছি। বিএনপি ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে ওই রাস্তাটির সংস্কারের ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031