দুর্নীতির অভিযোগে সুনামগঞ্জ সদর হাসপাতালের ৭ জনের বিরুদ্ধে মামলা

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫
দুর্নীতির অভিযোগে সুনামগঞ্জ সদর হাসপাতালের ৭ জনের বিরুদ্ধে মামলা

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 146.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আউটসোর্সিং নিয়োগ, মেডিসিন ক্রয়, পেশাগত দায়িত্বে অবহেলা ও ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তত্ত্বাবধায়কসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে সুনামগঞ্জের সিনিয়র স্পেশাল জজ হেমায়েত উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন হাসপাতালের সাবেক আউটসোর্সিং কর্মী মো. তৌহিদ মিয়া।

মামলার আসামিরা হলেন- সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান স্বপন, সুনামগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, মেডিকেল টেকনিশিয়ান জুবায়ের আহমদ, হেলথ এডুকেটর নয়ন দাস, যুবলীগ নেতা শফিকুল ইসলাম এবং গাউসিয়া ট্রেডার্স সিকিউরিটি ক্লিনিং অ্যান্ড লজিস্টিক সার্ভিসের এমডি এ কে আজাদ।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমিরুল হক জানান, ‘সদর হাসপাতালে একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। ঘুষ লেনদেনের মাধ্যমে ৬৪ জন আউটসোর্সিং কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে দীর্ঘদিন কর্মরত দক্ষ ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন। জনপ্রতি ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে, যার প্রমাণ আমাদের কাছে রয়েছে।’

তিনি আরও জানান, ‘চলমান দুর্নীতির বিরুদ্ধে ইতিপূর্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্তে কিছু সত্যতাও পেয়েছে। এরপরও সংশ্লিষ্টরা অনিয়ম চালিয়ে যাচ্ছেন।’

বাদী তৌহিদ মিয়া বলেন, ‘আমি দীর্ঘদিন হাসপাতালে কর্মরত ছিলাম। কাছ থেকে দেখেছি, তত্ত্বাবধায়ক কীভাবে টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি ও মেডিসিন ক্রয়ে অনিয়ম করে সরকারের অর্থ আত্মসাৎ করছেন। যারা প্রতিবাদ করেছেন, তাদের হাসপাতাল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রাখেন।

ভুক্তভোগী ও বাদীপক্ষ ন্যায়বিচার প্রত্যাশা করছেন এবং আশা প্রকাশ করেছেন যে আদালতের হস্তক্ষেপে সুনামগঞ্জ সদর হাসপাতালের দুর্নীতি বন্ধ হবে।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930