শান্তিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ২৯, ২০২৫
শান্তিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

সুনামগঞ্জ প্রতিনিধি:

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট বলেছেন আজকে আমরা যে পরিবেশে বসেছি, তার চেয়ে কম লোক নিয়ে ১৯৯৩ সালে এই আসনে সাবেক দলের কার্যক্রম শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমরা এখন কোন পর্যায়ে পৌঁচেছি তা দৃশ্যমান। এখানে হাতেগণা কয়েকজন বসেছি, এই না যে আমরা দূর্বল। আমরা একেকজন ১শ জনকে সংগ্রহ করব। একজন আলেমের পরিচয় আল্লাহর কাছে প্রিয়। আল্লাহকে এত ভালোবাস বান্দা, আল্লাহও বান্দাকে ভালোবাসেন। ব্যবধান হল পরিশ্রমের এবং খুলছিয়ত। খুলছিয়তের সাথে যদি চালিয়ে যেতে পারি মজলুমের কান্না কোন দিন ব্যাথা যায়না। সে হিসাবে আমরা মজলুম এলাকার জনগণ ব্যাপকভাবে উন্নয়ন বঞ্চিত। সে হিসাবে যদি আমরা মানুষের কাছে পৌছতে পারি, এ দিক দিয়ে সংখ্যায় কম হলেও জনগণের ভালোবাসা পেতে হলে আল্লাহর নুসরত যদি আমাদের সঙ্গে থাকে, তখন দেখবেন গোটা পরিবেশের বাতাস পরিবর্তন হয়েগেছে। তিনি আরও বলেন আমাদের উপস্থিতি কম হলেও আমাদের মন ভাঙ্গার কারণ নেই। আমাদের তার্গেট থাকতে হবে সবাইকে সুসংগঠিত করা।তিনি আরও বলেন আমাদের দলের আমীর বাংলাদেশের মধ্যে খুবই জন প্রিয় একজন ব্যক্তি। এমন কোন ব্যক্তি নাই আল্লামা মামুনুল হক সাহেবের নাম জানেনা। যুগের শতাব্দীতে এমন মানুষ পাওয়া দুষ্কর এবং তিনি দলের জন্য আশির্বাদ। সোমবার (২৮ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে দলের অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিতির বক্ত্যে তিনি উপরোক্ত কথা বলেন।

উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের দলীয় মনোনিত (রিক্সা প্রতিকের) প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট এর সাথে মতবিনিময় সভায় উপজেলা শাখার সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে, উপজেলা নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ ও সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দীন’র যৌথ পরিচালয়ান প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য, সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের দলীয় মনোনিত (রিক্সা প্রতিকের) প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগরীর সিনিয়র সহ সভাপতি মাওলানা সানা উল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আব্দুল ওয়াদুদ হোসাইনী, সহ সভাপতি মাওলানা হেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. কবির আহমদ, মাওলানা আতিকুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আশিকুর রহমান, সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মঈন নানু, বায়তুলমাল সম্পাদক মাওলানা এনামুল হক,প্রচার সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মোল্লা মো. ইয়াহিয়া, সহ সমাজ কল্যাণ সম্পাদক মো. রাহুল আহমদ। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার নেতা মাওলানা আতাউর রহমান, মাওলানা মাছনুন আহমদ, জয়কলস ইউনিয়ন শাখার সভাপতি মৌ. খুরশেদ আলম, সহ সভাপতি আসকর আলী প্রমূখ। মতবিনিময় সভা শেষে সংগঠনকে ভালোবেসে হাফিজ মাওলানা নাজমুল ইসলাম ও মাওলানা ফরহাদ আহমদ দলে যোগদান করেন।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930