শান্তিগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫
শান্তিগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে ২টি পর্বে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানো হয়। এর মধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকা এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমার সভাপতিত্বে, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তারিক জামিল অপু, থানা অফিসার ইনচার্জ (ওসি) আকরাম আলী, শান্তিগঞ্জ প্রেসক্লবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সমাজকর্মী আবু সাঈদ, জনপ্রতিনিধি, জুলাই যোদ্ধাহত, উপকারভোগী ছাত্র/ছাত্রী প্রমূখ।

সভা শেষে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে এতিমখানা ও উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930