পাওয়ার ব্যাংকের ব্যাটারির মাধ্যমে মাঝ আকাশে অস্ট্রেলিয়ার বিমানে আগুন

সচিত্র সিলেট
প্রকাশিত জুলাই ২৩, ২০২৫
পাওয়ার ব্যাংকের ব্যাটারির মাধ্যমে মাঝ আকাশে অস্ট্রেলিয়ার বিমানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ‘ভার্জিন অস্ট্রেলিয়া’র একটি বিমান বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে। মাঝ আকাশে আগুন লাগে যাত্রীবাহী বিমানটিতে। বিমানকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এর কিছুক্ষণ পরেই নিরাপদে অবতরণ করে বিমানটি।

সোমবার ভার্জিন অস্ট্রেলিয়ার ‘ভিএ১৫২৮’ বিমানটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু অবতরণের কিছুক্ষণ আগে আচমকা ওভারহেড লকার থেকে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায়। আগুন নেভাতে তৎপর হন বিমানকর্মীরা। যাত্রীদের লাগেজের ভেতর থাকা একটি পাওয়ার ব্যাংক থেকে আগুন লেগেছিল বলে ধারণা করা হচ্ছে। দ্রুত ওই ব্যাগটিকে সরিয়ে ফেলা হয়। এর কিছুক্ষণ পর নিরাপদে অবতরণ করে বিমানটি। এ ঘটনায় হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

ভার্জিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সর্বদা আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিই। সোমবারের ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের কেবিন ক্রুদের ধন্যবাদ। জরুরি পরিষেবা টিমগুলোকেও ধন্যবাদ, যারা বিমানটি নামার সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে গেছে।

হোবার্ট বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষে ম্যাট ককার বলেন, সব যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়। এক ব্যক্তির ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল। প্যারামেডিকরা তাকে পরীক্ষা করে দেখেন।

তবে কীভাবে বিমানে আগুন লাগল তা এখনও নিশ্চিত নয়। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) এবং সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি (সিএএসএ) যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। যদি সত্যিই পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লেগে থাকে, তা হলে উড়ানে লিথিয়াম ব্যাটারির ব্যবহার সংক্রান্ত নীতি পর্যালোচনা করে দেখতে হবে তাদের।

August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031